[এই সময়ের অত্যন্ত প্রতিভাবান শিল্পী সারফুদ্দিন আহমেদ। বাড়ি পশ্চিমবঙ্গে। আর্ট কলেজে খণ্ডকালীন শিক্ষকতা করেন , আর শুধু ছবি আঁকেন। নানান মাধ্যমে , নানান বিষয়ের ছবি। সারফুদ্দিন আহমেদের ছবি থেকে চোখ ফেরানো যায় না , আপনাতেই ওঁর নান্দনিক সৃষ্টিকর্মে দৃষ্টি আটকে যায় , কী জল রঙ , কী অ্যাক্রিলিক , কিংবা স্রেফ পেন্সিলের ড্রয়িং। এই গুণী শিল্পীর সাক্ষাৎকার নিয়েছেন কবি কাজী জহিরুল ইসলাম। সাক্ষাৎকারটি এখানে উপস্থাপন করা হলো।] ভারত আমাকে চোখ দিয়েছে , বাংলাদেশ দিয়েছে দৃষ্টি - সারফুদ্দিন আহমেদ কাজী জহিরুল ইসলামঃ ব্যাক গ্রাউন্ডে তবলা বাজছে আপনি ছবি আঁকছেন কাচের ওপর। এই যে বাদ্যযন্ত্রের তালে তালে ছবি আঁকা, এই ছন্দটা ছবিতে কিভাবে ধরেন? আর কোনো শিল্পী ছবি আঁ কার সময় যন্ত্রানুসঙ্গ ব্যবহার করেছেন? সারফুদ্দিন আহমেদঃ কাঁচ নয়, এটি এক বিশেষ ধরনের কাপড়-নেট। এই নেটের উপরে বর্তমানে আমার এক্সপেরিমেন্ট চলছে। জহিরুলঃ ও , ফেইসবুকে যখন ছবিটি দেখি কাচের মতো ...

Comments
Post a Comment