Skip to main content

Posts

Showing posts from February, 2021

ভাষা শহীদ রিকশাচালক আউয়ালের জীবন কাহিনী

  আউয়াল || কাজী জহিরুল ইসলাম ||     দীর্ঘজীবী রাজা বল্লাল সেন ,  জন্মের পর পিতা বিজয় সেন যার নাম রেখেছিলেন বড় লাল সেন ,  ৭৭ বছর বয়সে পিতার উত্তরাধিকার গ্রহণ করেন। ভগবান শিবের কৃপায় দৈবজ্ঞানপ্রাপ্ত হন এবং ভবিষ্যজ্ঞাত হয়ে জানতে পারেন তিনি শতায়ু হবেন। ৭৭ বছর বয়সে রাজা হলেও চষে বেড়িয়েছেন বঙ্গ ,  রাঢ় ,  উড়িষ্যা ,  মিথিলাসহ রাজ্যের এমাথা-ওমাথা। দ্বাদশ রাজ্যের রাজা হয়ে প্রথা অনুযায়ী করোটিতে ধারণ করেন সম্রাটের মুকুট। ধর্মানুরাগী রাজা বল্লাল সেন পাল সাম্রাজ্য-নির্মিত বৌদ্ধ মঠগুলো রূপান্তর করেন দেবালয়ে। পূর্ববঙ্গের পশ্চাদপদ জনপদের অন্ধকারে ,  খানিকটা ম্রিয়মান আলো যেখানে জ্বলছিল সেখানেও ,  তাঁর রাজহস্তিপদধূলি পড়ে। কিন্তু এখানে এসে এই জনপদের মানুষের মূর্খতা দেখে যারপরনাই হতাশ হন তিনি। দেবী দূর্গামূর্তি নগ্ন! দেবীর এহেন অপমান যারা করে তাঁদের ধর্মজ্ঞানে দীক্ষিত করতে গড়ে তোলেন এক দূর্গামন্দির। কি নাম হবে মন্দিরের ?  যে শহরের মানুষ দুর্গতিনাশিনী দেবীকে বিগ্রহ করে ঢেকে রেখেছে অন্ধকার কাদার নিচে ,  যারা ঢাকে ঈশ্বরীকে ,  সেই জনপদের মন্দিরের নাম ঢাকেশ্বরী ছাড়া আর কি হতে পারে ?  এতদঞ্চলের মানুষের রুচি-বুদ্

ভাষা শহীদ শিশু অহিউল্লার গল্প

  অহিউল্লা || কাজী জহিরুল ইসলাম ||   ‘হাইবা ,  অই হাইবা ,  হৌড়ের পো জলদি কর। ভাবীসাব ,  আঠাটা আলগা করেন ,  হাইবারে ছাইড়া দেন। ’   পলেস্তরায় শ্যাওলা পড়া দুটি সাড়ে পাঁচ ফুট উঁচু দেয়ালকে যুক্ত করেছে একটি সাড়ে তিন ফুট টিনের গেইট। গেইট ফাঁক করে ঝাঁকড়া চুলের মাথাটা আরসিসি রাস্তার ওপর ভাসিয়ে সতীর্থ রাজমিস্ত্রী জিলুকে জবাব দেয় হাবিবুর রহমান। ওর কণ্ঠে কোনো উৎকন্ঠা নেই ,  শীতল কন্ঠ।    ‘ মামদার পো ,  ঘরে সুন্দরি বউ ,  না ছাড়লে আহুম কেমতে ?’ জিলুও কম যায় না। ‘ সারা রাইত খাওজাইছচ ?  না পারলে ডাক পারতি ’ । ‘ অই মামদার পো গেলি ,  হান্দায়া দিমু কৈতাছি ,  এক্কেরে বারো ইঞ্চি... ’ খিক খিক করে হাসে জিলু। ‘ পাঁচ ইঞ্চির বেসি যদি দেখায়া পারছ... ’ ‘ ইক্কেরে...দিমু না... ’ দাঁত কিটমিট করে হাবীব তাকায় জিলুর চোখের দিকে। তখন ওর চোয়াল শক্ত হয়। সাথে সাথেই মুখটা নরম করে কিন্তু ভরাট এবং গম্ভীর কন্ঠে বলে ,  ‘ লৌড়ালৌড়ি বাদ দিয়া খাড়া এহেনে ,  যামু আর আমু। ’ ‘ পাঁচ মিনিটের বেসি যদি অয় ,  কোচোয়ানের দুই আনা ,  পুরাটা তুই দিবি ক’লাম ’ । ‘ হ হ দিমু ’ ।   জিলুর হাতে একটি ব্যাগ। ত্রিপলের কাপড় দিয়ে তৈরী। ভেতরে যন্ত্রপাতি। বাটা