Skip to main content

ভাষা শহীদ জব্বারের জীবন কাহিনী

 জব্বার

|| কাজী জহিরুল ইসলাম || 



 

পরনে লুঙ্গিউদোম গামাথায় সাদাকালো চেক গামছা বাঁধা। যুবকের নাম রুপাই। তেলতেলে কালো গায়ের রঙখাড়া নাকউজ্জ্বল দুটি চোখ। প্রাণ খোলা হাসিতে উদ্ভাসিত। তার সামনে কলকাতা বিশ্ববিদ্যালয়ের গ্রাজুয়েটড. দীনেশ চন্দ্র সেনের সহযোগীচৌকোনো মুখের এক যুবকদাঁড়িয়ে হাত নেড়ে নেড়ে নিজের লেখা কবিতা আবৃত্তি করছেন

সখী দীন দুঃখীর যারে ছাড়া কেহ নাই

সেই আল্লার হাতে আজি আমি তোমারে সঁপিয়া যাই।

মাকড়ের আঁশে হস্তী যে বাঁধে,  পাথর ভাসায় জলে

তোমারে আজিকে সঁপিয়া গেলাম তাঁহার চরণতলে।

 

কবির নাম জসীম উদদীন। ত্রিশ বছরের সুঠাম পুরুষ। নাওয়া খাওয়া বাদ দিয়ে সারাদিন গ্রামে গ্রামে হেঁটে বেড়ান আর বুড়ো-বুড়িদের সাথে কথা বলেন। দীনু বাবুর দেওয়া উপহার পার্কার কোম্পানির ঝর্ণাকলমটি তিনি যক্ষের ধনের মতো কোর্তার বুক পকেটে গুঁজে রাখেন আর একটু পরপর হাত দিয়ে দেখেন তা আছে কিনা। লোকজ গানছড়াশ্লোক যেখানে যা পান তা নোট খাতায় টুকে কাঁধের ঝোলার মধ্যে ঢুকিয়ে রাখেন। শুধু যে লোকজ সাহিত্য সংগ্রহ করেন এবং লেখেন তাই নাহঠাৎ হঠাৎ কবিতার লাইন মনে এলে তাও হাঁটতে চলতেই লিখে ফেলেন। কবর কবিতা লিখে তিনি এরই মধ্যে কলকাতা এবং ঢাকায় বিখ্যাত হয়ে গেছেন। এই গণ্ডগ্রামের অনেকেই সে-কথা জানে না। গত দুই সপ্তাহ ধরে রাওনা ইউনিয়ন চষে বেড়াচ্ছেন। হাঁটতে হাঁটতে জসীম উদদীন আর রুপাই এসে হাজির ধোপাঘাট কৃষিবাজার প্রাইমারি স্কুলে। প্রধান শিক্ষক হিমাংশু রায় বয়সের ভারে ন্যুব্জউদোম বুকের ওপর লেপ্টে থাকা পৈতেয় বুড়ো আঙুল ঠেকিয়ে ডান হাতের ভর পৈতের ওপর রেখে পিটপিট করে তাকান আগন্তুকের দিকে। মাস্টার মশাই প্রশ্ন করার আগেই রুপাই উত্তর দিয়ে দেয়।

-           স্যারের নাম জুশিমুদ্দিনকবি। এই গাঁও হেই গাঁও গুরে আর কবিতা লেকে। আমারে নিয়াও লেকছে। 

এরপর রুপাই হিমাংশু রায়ের কানের কাছে মুখ নিয়ে বলে, ‘ফাগলা কিসিমেরকিন্তু লুক বালা। আফনের লগে আলাপ করবার চায় হিমাংশু তাঁর কুঁজো হয়ে যাওয়া পিঠ কিছুটা সোজা করে উঁচু হয়ে জসীম উদদীনের চোখের দিকে তাকান। স্কুলের পরে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের ছাত্রবৃত্তি পরীক্ষার ক্লাস চলছেঅন্য ক্লাসের ছেলে-মেয়েরা ছুটি হওয়ায় বাড়ি চলে গেছে। বৃত্তির ক্লাস থেকে এক ছাত্র বেরিয়ে এসে স্কুলের উঠানে দাঁড়িয়ে থাকা আগন্তুককে গভীর মনোযোগ দিয়ে দেখে। ছাত্রের নাম আবদুল জব্বারবয়স তের বছর। তার পরনেও লুঙ্গিগায়ে তাঁতের কোর্তা। জব্বারের পেছন পেছন ক্লাস থেকেষোল/সতেরজন ছাত্র আর দুজন ছাত্রীএকে একে সকলেই বেরিয়ে আসে। ছাত্রী দুজনের পরনে তাঁতের শাড়ি। পঞ্চম শ্রেণীর ছাত্রী হলেও বয়ঃসন্ধির রহস্য ওদের শরীরে। ব্লাউজ ছাড়া বুকে সেই রহস্য উঁকি দিচ্ছে। জসীম উদদীন ভিড় ঠেলে মেয়ে দুটির কাছে এগিয়ে যান। মেয়েরা লজ্জায় কিছুটা সঙ্কুচিত হয়ে পিছিয়ে গেলে তিনি নেচে নেচে কবিতা আবৃত্তি করতে শুরু করেন

 

এইখানে তোর দাদীর কবর ডালিম গাছের তলে

তিরিশ বছর ভিজায়ে রেখেছি দুই নয়নের জলে

এতটুকু তারে ঘরে এনেছিনু সোনার মতন মুখ

পুতুলের বিয়ে ভেঙে যেত বলে কেঁদে ভাসাইত বুক

 

কেঁদে ভাসাইত বুক শব্দগুলি উচ্চারণ করার সময় তিনি নিজেও কেঁদে ফেলেন। মেয়ে দুজন তখন খিলখিল করে হাসে। জসীম উদদীন প্রথমে উঠানের ঢালেযেখানে একটি লেবুগাছ আর যার পাশে একটি টিউবওয়েলসেখানে তাকানপরে আকাশের দিকে তাকিয়ে বলেনহিমাংশু বাবুবেজায় গরম পড়ছে। একটা গামলা আর লোটার ব্যবস্থা করেনআমি এই লেবুগাছের তলে গোসল করুম। ছাত্রছাত্রীরা প্রধান শিক্ষকের মুখের দিকে তাকিয়ে আছে। তিনি সম্মতিসূচক মাথা নাড়তেই জব্বার কাজটির নেতৃত্ব নিয়ে নেয়। চারজন ছেলেকে নিয়ে সে ছুটতে থাকে স্কুলের পাশের জুলমত ব্যাপারীর বাড়িতে। কিছুক্ষণের মধ্যেই চারজন ধরাধরি করে একটি গামলা এনে কলতলায় রাখে। অন্য একটি ছেলের হাতে মাটির লোটা।

জসীম উদদীন গান গাইতে গাইতে লেবুতলায় গোসল করছেন। এই দৃশ্য দেখছে ধোপাঘাট প্রাইমারি স্কুলের ছাত্র-শিক্ষক। এরই মধ্যে গ্রামের আরো বেশ কিছু উৎসাহী নারী-পুরুষ এসে জড়ো হয়েছে। এক বুড়োর হাতে নারকেলের হুক্কা। তিনি নারকেলের ফুটোয় চুমো দিতে দিতে আঁড়চোখে দেখছেন জসীম উদদীনকে। কলকাতা শহর থেকে আসা এক পাগলা কবির পাগলামি দেখছে গ্রামবাসী।

১৯৩৩ সালের আষাঢ় মাসে কোনো বৃষ্টি নেই। খাঁ খাঁ বিরানভূমি। পাঁচুয়া গ্রামের শেষ প্রান্তে একটি শুকনো খাল। খালের ওপর সদ্য ফেলে যাওয়া গৃহস্থের মরা গরু। গরুটিকে ঘিরে আছে একদল শকুন। কারো অপেক্ষায় আছে ওরা। তখন আকাশ থেকে বাউলি কেটে নেমে আসে একটি গৃধিনী। সে এসে ঠোকর দিয়ে মৃত গরুটির ডান চোখ বের করে আনে। এরপর অন্য শকুনগুলো গরুটির ওপর ঝাঁপিয়ে পড়ে। মানুষ পুরুষ শাসিত হলেও শকুনেরা বোধ হয় নারী শাসিত। গৃধিনী না ছুঁয়ে দিলে শকুন সম্প্রদায় মরা ছোঁয় না। এরই মধ্যে বেশ কিছু শেয়াল এসে জুটেছে। মরা গরুর খালের পাশ দিয়ে হেঁটে যেতে যেতে গফরগাঁওয়ের গৃহস্থ-মজুর  খরাজনিত সমূহ দুঃখদিনের কথা বলে আর আহাজারি করে। 

হাসান আলী ডুমুর গাছে মাথা ঠেকিয়ে ডুকরে ডুকরে কাঁদছেন। ওর মাথার ওপর দাঁড়কাকের দল খা খা করে ডাকছে।

-           আর কি খাইতিআর কি খাইতি রাইক্কসের দল। আমার সব ঐদ্দো শেষ।

কথাগুলো বিলাপ করে বলতে বলতে স্বামীর পিঠে হাত বুলাচ্ছেন সাফাতুন নেছা। একটু দূরে আম গাছের গুঁড়ির ওপর বসে আছে জব্বার। দুই পাশে মটখিলার ডাল। সে মট মট করে মটখিলার ডাল ভেঙে ছোটো ছোটো টুকরো করে ছুঁড়ে মারছে উঠানের ওপর। 

-           আব্বাআমি আর ফর্তাম না। অক্কন তাইক্কা খেতো মুনি দিয়াম।

পুত্রের কথায় হাসান আলীর কান্নায় ছন্দপতন ঘটে। সংসারের প্রতি ছেলের দরদ মৃত গাভীর শোক ভোলাতে কিছুটা হলেও সাহায্য করে। হাসান আলি পুত্রের কাছে এগিয়ে আসে। দুই বাপ-বেটা একে অন্যকে জড়িয়ে ধরে কিছুক্ষণ চিৎকার করে কেঁদে স্বাভাবিক হয়।

এক বছর কৃষি জমিতে কাজ করে জব্বার বুঝতে পারে এই খরাকালে কৃষিজমি ওদের তেমন কিছুই দিতে পারবে না। এক ভোরে কাউকে কিছু না বলে সে ছুটে যায় গফরগাঁও স্টেশনে। বাহাদুরাবাদ ঘাট থেকে ঢাকাগামী ট্রেন এসে থামে গফরগাঁও স্টেশনে। লাফ দিয়ে তাতে উঠে পড়ে জব্বার। যাত্রীরা সবাই ভয়ে জড়োসড়ো। গফরগাঁও স্টেশনকে সবাই ভয় পায়। এটা ডাকাতের স্টেশন। এই স্টেশনে ডাকাতি হবেই। কয়েকজন যুবকের হাতে পাটের সুতলি দিয়ে বাঁধা চারটি করে বেশ কয়েকগাছি গোল গোল কালোবেগুন। ট্রেন থেমে আছে। যুবকদের গায়ের রঙ কুচকুচে কালোউস্কোখুস্কো চুলচোখ লালপ্রত্যেকের চেহারা প্রায় একই রকমরোগাহ্যাংলা-পাতলা শরীর। ওরা যাত্রীদের কাছে গিয়ে গিয়ে বলছে, ‘বেগুনগফর গাঁওয়ের বেগুন। আলি এক আনাগফর গাঁওয়ের বেগুন কেউ কেউ এক আনা দিয়ে চারটি বেগুন কিনছেঅনেকেই লাগবে না বলে বিদেয় করে দিচ্ছে। এরই মধ্যে ট্রেন ছেড়ে দিয়েছে। যুবকেরা সবাই হাতের বেগুন ট্রেনের ফ্লোরে ফেলে দিয়ে কোমর থেকে ডেগার বের করেচোখের রঙ পাল্টিয়েহাতের পেশি ফুলিয়েতাকায় যাত্রীদের দিকে। ওদেরই একজন বেশ আস্তে কিন্তু দৃঢ় কণ্ঠে বলে, ‘কেঅই লড়ৈন না যে লড়ৈন যদি তো মাইরালবামঅক্করে কুইট্ট্যালবাম যাত্রীদের মধ্যে একটা ভয়ের শোরগোল ওঠে। তখন দলনেতা গলা চড়িয়ে একটা ধমক দেয়। সাথে সাথে সবাই চুপ। রেলগাড়ি ঝমাঝমপা পিছলে আলুর দম ছাড়া আর কোনো শব্দ নেই। কোমরে ঝোলানো যে চটের ব্যাগটিতে বেগুন বিক্রি করা পয়সা নিচ্ছিলসেই ব্যাগটি নিয়ে এখন এক ডাকাত সব যাত্রীর কাছে যাচ্ছে। যাত্রীরা ভয়ে তাঁদের সোনা-দানা দেহ থেকে খুলে ব্যাগের মধ্যে রাখছে। কিছুক্ষণের মধ্যেই কাজ শেষ করে ডাকাতের দলটি চলন্ত ট্রেন থেকে লাফিয়ে পড়ে পালিয়ে যায়। সব শেষে দলনেতা লাফিয়ে পড়ার আগে যাত্রীদের উদ্দেশ্যে বলে, ‘সোনা-দানার কুনু দাম নাই বুজ্জুইনজানডাঐ আসল, জান বাছলে সোনা-দানা ঐবো বলেই সে ট্রেনের বাইরে ঝাঁপিয়ে পড়ে। ট্রেনের বাইরে থেকে একটি চিৎকার শোনা যায়। দুজন পুরুষ যাত্রী জানালা দিয়ে গলা বের করে দেখার চেষ্টা করে। সম্ভবত ডাকাত সর্দার সিগন্যাল পোস্টে বাড়ি খেয়ে মারা গেছে। তখন ট্রেনের ভেতরে মরাকান্নার শোরগোলটি থেমে যায়। মহিলারা কোরাসের মত বলেউচিত শিক্ষা হৈছে।

সম্পদ হারা মানুষের কান্না আর আল্লাহর বিচার আল্লায় করছে টাইপের আলোচনা শুনতে শুনতে জব্বার ঢাকার ফুলবাড়িয়া স্টেশনে এসে নামে। দুদিন ফুলবাড়িয়া স্টেশনে কাটিয়ে তেমন সুবিধা করতে না পেরে আরেক ট্রেনে চড়ে নারায়নগঞ্জে চলে আসে।

 

তাম্বুলরসে ঠোঁট লাল করা তিন তরুণীর খোলা চুল উড়ছে শীতলক্ষ্যার হাওয়ায়। কুড়ির আশে পাশে বয়সহাতাকাটা ব্লাউজের ওপর কোনো রকমে পেঁচানো ক্যারোলিনের শাড়ি। মুখের ওপর পাউডারের সঘন প্রলেপ কারো হাতের,  ঠোটের,  দেহের স্পর্শে ফিকে হয়ে এসেছে। ফুলের নামে ওদের নাম,  বেলী,  জুঁই,  বকুল। কিন্তু ওরা ঝরা ফুল এবং বহুল ব্যবহারে মলিন। অন্য দুজনের চেয়ে জুঁই একটু লম্বা এবং অধিক রূপবতি। ওরা যে কাজ করে এই কাজে রূপেরই কদর বেশি,  তাই রূপের দেমাগ জুঁই একটু দেখাতেই পারে। বকুল এবং বেলির এতে কোনো মনস্তাপ নেই,জুঁই ওদের অলিখিত দলনেতা। শীতলক্ষ্যা থেকে উঠে আসা ভোরের স্নিগ্ধ হাওয়ায় ওদের নির্ঘুম,  ক্লান্ত দেহে আরাম অনুভব করে। জুঁইয়ের হাতে এখন একটি অদ্ভুত বস্তু। বস্তুটি তিন ইঞ্চি লম্বা,  কলমের চেয়ে একটু মোটা। কাল রাতে জেমস সাহেব ওকে এটি উপহার দিয়েছেন। বকুল এবং বেলি গভীর মনোযোগ দিয়ে দেখছে বস্তুটিকে। বকুল প্রশ্ন করে,

এইডার নাম জানছ দিদি?

জেমস সাবের ছোডো মিয়া। হিঁ হিঁ হিঁ।

বেলী রসিকতা করে। জুঁই ওর দিকে কটমট করে তাকায়। মাত্র এক মুহূর্তের জন্যপরক্ষণেই বেলীর চেয়ে তিনগুন জোরে শব্দ করে হাসতে শুরু করে জুঁই। ওরা হাসতে হাসতে একে অন্যকে জড়িয়ে ধরে।  

-   ধুরো মাগি। জেমস সাবের ছোডো মিয়া এতো ছোডো না।

বকুল বলে,  হেইডা ছোডো ঐলেও মনডা বড় আছে জেমস সাবের।

অনেক কষ্টে বস্তুটির নাম মনে করে জুঁইলেবিশটিক। অন্য দুজন বার তিনেক চেষ্টা করে উচ্চারণ করেলেবিশটিক। এরপর যেন ম্যাজিক দেখাচ্ছেএমন ভঙ্গিতে গোড়ার রিংটি ঘুরিয়ে ঘুরিয়ে খোলসের ভেতর থেকে লাল একটি দণ্ড বের করে জুঁই। এই দৃশ্য দেখে বেলী এবং বকুল অবাক হয় এবং যখন ওদের অবাক হওয়ার রেশ কেটে যায়,  অশ্লিল রসিকতায় ওরা হাসতে হাসতে একে অন্যের ওপর ঢলে পড়ে। 

জুঁই নিজের ঠোঁটে লাল দণ্ডটি ঘষতে শুরু করলে বেলি এবং বকুল লাজুক  দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে থাকে। যখন জুঁই তাম্বুলরস বা পুইগোটার রঙ ছাড়াই টসটসে লাল ঠোঁট নিয়ে ওদের দিকে তাকায় তখন অন্য দুজন ছোঁ মেরে ওর হাত থেকে লিপস্টিকের দণ্ডটি নিয়ে পালাক্রমে নিজেদের ঠোঁট রাঙায়। 

নারায়নগঞ্জ বন্দরের ডেপুটি ডিরেক্টর বিলেতি নাগরিক জেমস মার্টিন ১৯৩৫ সালে এদেশে প্রথম একটি লিপস্টিক আনেন এবং তা উপহার দেন একজন পতিতাকে। ফরাসী গেরলাঁ কোম্পানির লিপস্টিক ক্রমশ এদেশের উচ্চবিত্তের বঙ্গ ললনাদের মধ্যে জনপ্রিয় হয়ে ওঠে।

জাহাজঘাটের পন্টুন দুলে ওঠে যখন এক পলায়নপর কিশোরের পেছন পেছন তিন/চারজন মানুষের একটি দল ছুটতে ছুটতে পন্টুনে এসে ওঠে। ওদের পেছনে দুটি পথকুকুর ছুটতে ছুটতে ঘেউ ঘেউ করে ডাকছে। পন্টুনের শেষ প্রান্তে এসে  দাঁড়িয়ে পড়ে কিশোর। ভয়ার্ত চোখে সে চেয়ে আছে দলটির দিকে। এইবার সোনাধনকই যাইবাবলেই ভিড়ের একজন ছুটে গিয়ে ওকে কষে একটা লাথি মারে। ভারসাম্য ঠিক রাখতে না পেরে কিশোর ঝপাৎ করে পড়ে যায় শীতলক্ষ্যার বুকে। ভিড়টি তখন আস্তে আস্তে মিইয়ে যায়। ভোরের সূর্য ততক্ষণে শীতলক্ষ্যার বুকে আগুন ছড়িয়ে দিয়েছে। দূরেনদীর পাড়েহিন্দু নারীরা স্নান সেরেবুক পানিতে দাঁড়িয়েসূর্যপ্রণাম করছে। এতোক্ষণ ছোটাছুটির এই দৃশ্য দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল তিন তরুণী। লোকগুলো চলে গেলে ওরা একটি দড়ি যোগাড় করে এনে নিচে ফেলেদড়ি বেয়ে উঠে আসে কিশোর।

মেয়েরা ওর ওপর ঝাঁপিয়ে পড়ে একসাথে হাজারটা প্রশ্ন করে। কিশোর কারো কথার জবাব না দিয়ে পন্টুনের ওপর লুটিয়ে পড়ে। 

যখন ওর জ্ঞান ফিরে আসে তখন সে একটি টিনশেড দালানঘরের চৌকির ওপর। ওর পরনে শুকনো লুঙ্গিগায়ে ভাঁজ করে জড়িয়ে দেওয়া কমলা রঙের একটি সূতি-শাড়ি। ঘরে পর্যাপ্ত আলো না থাকলেও সে দেখতে পায় ওর মুখের ওপর ঝুকে আছে এক অপরূপা নারী। এমন সুন্দর নারী সে এর আগে আর কোনোদিন দেখে নাই। পরী।  

নাম কি?

জব্বার

বাড়ি?

গফরগাঁও

- ওরেব্বাপডাহাইতের দেশের মানুষ। তো ডাহাইতের দেশের মানুষ ডাহাতি করবাচুরি করছ কেড়ে

তিনদিন কিচ্চু খাইছিনা হুডেলের খোলাইত্তাইক্কা একটা লুডি লৈয়া দৌড় মারছিলাম

উডো ভাত খাও। ডিম ভাজা আর ভাত। কাঁচামরিচ খাইবা?

হ।

খাইয়া শৈল্লে বল করএকজনের কাছে নিয়া যামু তোমারে। কাম পাইবা।   

খেতে খেতে জব্বার তাকায় জুঁইয়ের দিকে। 

আপনের নাম কি?

জুঁই

ফুলের নামনা?

আপনে ফুলের থিকা সুন্দর।

জুঁই তখন ওর গাল টিপে দিয়ে বলে,

হৈছে। আমার লগে পিরিত চুদান লাগবো না। খাইয়া হুইয়া পড়ো। গতর ঠিক করো। সন্ধ্যায় লৈয়া যামু। বিলাতি সাব। বন্দরের বড় সাব। কাম একটা পাইবাঅই। কাম করবা তোনাকি আবার গফরগাঁও যাইবা গা ডাহাতি করনের লেইগা?

কামের লাইগ্যাঐদ্দো নারানগঞ্জো আইছি দেশো খরানি লাগজে জমিন ফুইড়া সাফ। কুনু ফসল নাই। 

দেশে কেডায় আছে?

বেহেঐ আছে। বাপমাচাইর ভাই আর দুই বৈন।

ঐছেঅহন হাত ধুইয়া হুইয়া পড়ো। আমারও ঘুম পাইছে। 

আমি কৈ হুতবাম?

কেচকিত হুইবা।

আফনে?

আমিও চকিত হুমুঅসুবিধা আছে?

জব্বার কিছুক্ষণ চুপ করে থাকে। জুঁই তীক্ষ্ণ চোখে ওর মুখের দিকে তাকিয়ে আছে প্রশ্নের উত্তর শোনার জন্য। জব্বার এপাশ-ওপাশ মাথা নাড়ে।

আফনে পরীর লাহান সুন্দর। আফেনেরে পরী বু ডাকতাম?

খবরদারবুবু টুবু ডাকবি না আমারে। আমি কেঐর বুবু না। আমি খানকি। আমি মানুষ নাবুজছস ছ্যামড়া?

এরপর উল্টো দিকে ঘুরে জুঁই কাঁদতে শুরু করে। সেই কান্নায় কোনো শব্দ নেইগর্জনহীন নদীতে শুধু স্রোতধারা আছে। 

 

১৫ বছর বয়সে জব্বার নারায়নঞ্জ বন্দরের ডেপুটি ডিরেক্টর জেমস মার্টিনের টি-বয়ের চাকরি পায়। এক বছর জেমস সাহেবের সাথে কাজ করে মেধাবী জব্বার বেশ কিছু ইংরেজি বাক্য শিখে ফেলে। জেমস সাহেব ওর কাজে মুগ্ধ হয়ে ওকে রেঙ্গুন বন্দরে ম্যাসেঞ্জারের চাকরি দিয়ে পাঠান।

 

২০১০-এর জুলাই মাস। মুষলধারে বৃষ্টি হচ্ছে। বৃষ্টির ভেতর দিয়ে একটি মাইক্রোবাস ঢাকা থেকে ছুটে চলেছে গফরগাঁওয়ের দিকে। গফরগাঁও থানা কমপ্লেক্সে এসে মাইক্রোবাস থামে দুপুর বারোটায়। তখনো বৃষ্টি হচ্ছে। ওসি সাহেবের নাম মকবুল। তিনি সিভিল পোশাকে আছেন। ছাতা নিয়ে নিজেই এগিয়ে এসে জাতিসংঘের একজন কর্মকর্তাকে রিসিভ করেন। লোকটিকে দেখে ওসির তেমন পছন্দ হয় না। বড় বড় গোঁফকাচা-পাকা দাঁড়িউস্কো-খুস্কো চুলকন্ঠে তেমন ভারিক্কি নেই। ওসি সাহেব ভেবেছিলেন জাতিসংঘের একজন আন্তর্জাতিক কর্মকর্তাচালচলনে একটা অন্যরকম ব্যাপার থাকবে। লোকটাকে দেখলে মনে হয় দুই টাকা দামের কবি। ভদ্রলোক কবিতা লেখেন বলেও শুনেছেন।   

-   স্যারডিআইজি বাহার স্যার আপনার সম্পর্কে আমাকে সব বলেছেন। আপনার পছন্দমত লাঞ্চের ব্যবস্থা তৈরী আছেবাহার স্যারের নির্দেশমত ছোটো মাছ আর শাক-শব্জির ব্যবস্থা। খেয়েই বেরিয়ে পড়ব। 

দুই টাকা দামের কবির নাম কাজী জহিরুল ইসলাম। তিনি ওসির ছাতার নিচে মাথা রেখে থানার ভেতরে প্রবেশ করেন। 

- আপনাকে যেতে হবে না। আমার গাড়ি নিয়েই যাব। সাথে একজন লোক দেবেন যে আমাদের পথ দেখাতে পারবে। এলাকাটা ঘুরে দেখতে চাই। 

- স্যারএলাকা বেশি সুবিধার না। বিদেশ থেকে আসছেন এটা জানাজানি হয়ে গেলে কিছু ঘটে যেতে পারে।

- কিছু ঘটে গেলে আপনাকে ফোন দেব। সিনেমার শেষ দৃশ্যের মতো আপনি ফোর্স নিয়ে হাজির হবেন। 

রসিকতাটা তেমন ভালো লাগে না ওসি মকবুলের। 

স্যার কি পাঁচুয়া গ্রামে যাবেন?

হ্যাঁসেটাই তো প্লান। 

- স্যারের জন্য একটা সুখবর আছে। শহিদ জব্বারের স্ত্রী আমেনা খাতুন এখন উপজেলা শহরেই আছেন। তাঁর ছেলে নুরুল ইসলাম বাদল সাহেবও আছেন। আত্মীয়ের বাড়িতে উঠেছেন।  

এইসব ব্যবস্থা কি আপনি করেছেন

খাওয়া থামিয়ে জহির তাকায় ওসির চোখের দিকে। ওসি কিছুটা বিব্রত বোধ করে এবং তখনই টের পায় দুই টাকা দামের কবিকে যতটা হালকা ভেবেছিলেন লোকটা ততটা হালকা না। দৃষ্টি বেশ তীক্ষ্ণ এবং পাওয়ারফুল। মানুষের ক্ষমতা যে চোখে থাকে এই শিক্ষা ওসি অনেক আগেই পেয়েছেন আউয়াইল্যা ডাকাতকে ধরতে গিয়ে। দ্বিতীয়বার আউয়াল খুব কাছে থেকে এমনভাবে চোখের দিকে তাকিয়েছিল যে গুলি করার কথাই ভুলে যায় মকবুল। হাতে-নাতে ধরার সুযোগটা হাত ছাড়া হয়ে গেল। পরে অবশ্য মকবুলই তাকে ধরে। এজন্য পিপিএম পদকও পেয়েছে। 

- স্যারজব্বারের এলাকা দেখতে এসেছেনতাঁর স্ত্রীর সাথেছেলের সাথে কথা না বললে কি ষোলকলা পূর্ণ হয়তাই তাদেরকেও ঢাকা থেকে আসার অনুরোধ করেছি। তিনারা অতিশয় ভালো মানুষঅনুরোধ রেখেছেন।

হুঁমআপনি খুব কাজের মানুষ। পাঁচুয়া অব্দি যেতে পারবো তোপাঁচুয়া গ্রামটাও আমি দেখতে চাই।

ওসি কিছুক্ষণ চুপ করে থেকে বলেনবৃষ্টিতে রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ। গাড়ি যাবে না।

-   তাহলে হেঁটে যাবো। অনেকদিন কাদা-পানিতে হাঁটা হয় না।

দ্বিতীয়বারের মতো ভদ্রলোকের চারিত্রিক দৃঢ়তা টের পায় ওসি মকবুল। 

 

তিনতলা একটি বাড়ি। লাল রঙ করা লোহার গেইট আর বাইরের দেয়ালের নীল রঙ দেখে বাড়িটির গ্রাম্যতা টের পাওয়া যায়। আমেনা বেগমের বয়স ৭৬ বছর। ১২ বছর পর জব্বার রেঙ্গুন থেকে ফিরে এসে নারায়নগঞ্জের পথে পথে একটি নারীকে দিনের পর দিন খুঁজেছে। তারপর একদিন পাঁচুয়ায় ফিরে এসে বন্ধুর বোন আমেনা খাতুনকে বিয়ে করে। মাটিতে পা ঝুলিয়ে বিছানার ওপর মায়ের পাশে বসে আছেন মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম বাদল। তিনি গলা চড়িয়ে বক্তৃতা দিতে শুরু করেন। আমার পিতা বাংলা ভাষায় জন্য প্রাণ দিয়েছেন। কিন্তু প্রশাসনের অবহেলার কারণে তাঁর জন্য সরকার যা কিছু করেছে সব নষ্ট হতে বসেছে। ভাষা শহিদ আবদুল জব্বার স্মৃতি যাদুঘর ও গ্রন্থাগার - এ আজ পর্যন্ত কোনো স্টাফ নিয়োগ দেওয়া হয় নাই। পাঁচুয়া গ্রামের নাম বদল করে জব্বার নগর করা হলেও আজ পর্যন্ত গেজেট নোটিফিকেশন হয় নাই। একজন ভাষা শহিদের প্রতি এটা চরম অবহেলাএই অবহেলা জাতি কিছুতেই মেনে নেবে না। 

-   বাদল সাহেব। আমি আপনার ক্ষোভের কারণটা বুঝতে পেরেছি। আমি তো সরকার বা প্রশাসনের কেউ না। তবু আমি এ বিষয়ে প্রশাসনের সাথে কথা বলার চেষ্টা করব। আপনি যদি কিছু মনে না করেন আমি কি আপনার আম্মার সাথে কিছুক্ষণ একা কথা বলতে পারি?   

জহির তার ডিক্টাফোন অন করে আমেনা খাতুনকে প্রশ্ন করেন,  

আবদুল জব্বারের সাথে আপনার সংসার তো খুব অল্প সময়ের?

সংসার আর করতে পারলাম কৈ বাবা। বিয়ার পরের বছর এই ফুলা ঐলো। এর এক বছরের মাঝেই সব শেষ। আমার মাও বাঁচলো না আর তারেও আরাইলাম।

মা-ও বাঁচলো নাএই কথার অর্থ কি?

আমার অসুইক্কা আম্মারে লৈয়াঐদ্দো তে ঢাহাত যায়। 

কি হয়েছিল আপনার মায়ের?

তহন দো কিছুই জানছি না ফরে জানছি ক্যান্সার ঐছিলো।

যখন আবদুল জব্বার পুলিশের গুলিতে মারা যানআপনি তখন কোথায় ছিলেন?

আমি গেরামেঐ আছলাম বাবা। ছুডু আবু না আমার কুলো। 

তখন আপনার বয়স কত

কত ঐবো১৬/১৭ বছর।

এরপর আপনি আবার বিয়ে করেন?

তাঁর ছুটু বাই আবদুল কাদেরের লগে আমার শ্বশুর-শ্বাশুরিঐ বিয়া দেয়।

আর কোনো সন্তান?

ঐছে নাআল্লার মাল তিনজন। রফিকুল্লাহআতিকুল্লাহ আর রাশেদা খাতুন।

 

বৃষ্টির তোর আরো বাড়তে থাকে। রাস্তাঘাট ভেসে যায়। কাদা-পানিতে হেঁটেও যাওয়ার অবস্থা না থাকায় পাঁচুয়া গ্রামে যাওয়ার পরিকল্পণা বাদ দিয়ে ঢাকায় চলে আসে জহির।

 

বার্মার উত্তরাংশের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন করে দেওয়ার জন্য তিনটি ব্রিজ উড়িয়ে দেয় জাপানি সৈনিকেরা। রেঙ্গুন পুরোপুরি জাপানিদের নিয়ন্ত্রণে চলে আসে। জব্বার এখন পূর্ণ যুবক। রেঙ্গুন বন্দরে যত পূর্ব বাংলার শ্রমিক আছে তাদের অলিখিত নেতা মুহূর্মুহু শেল আর বন্দুকের গোলাগুলির মধ্যে বাঙালি শ্রমিকেরা একত্রিত হয়ে নিজেদের অনিশ্চিত ভবিষ্যৎ নিয়ে ভাবছে। বন্দরের স্বাভাবিক কাজ-কর্ম বন্ধ। ব্রিটিশরা সরে পড়েছে। করলে তো অনেক কাজই আছে কিন্তু নিয়মতান্ত্রিক কোনো চাকরি নেইবেতন নেই। ওরা সিদ্ধান্ত নেয়পূর্ব বাংলায় ফিরে যাবে। ব্রিটিশ হটিয়ে ভারত স্বাধীন করতে পারলে দেশে কাজের অভাব হবে না। 

রেঙ্গুন থেকে চট্টগ্রামের বা কলকাতার জাহাজ চলাচল বন্ধ। বাঙালি শ্রমিকদের একটি দল সিদ্ধান্ত নেয়যে করেই হোক দেশে পৌঁছাতেই হবে। কখনো হেঁটেকখনো নৌকায়কখনো পাহাড়কখনো অরণ্য পার হয়ে দীর্ঘদিনদীর্ঘ পথ পাড়ি দিয়ে ওরা ঢাকায় এসে পৌঁছায় ১৯৪৮ সালের জানুয়ারি মাসে। ততদিনে ইংরেজ তাড়িয়ে ভারতবর্ষ স্বাধীন হয়েছে। জব্বার পেয়েছে স্বাধীন পাকিস্তান। ঢাকার মাটিতে পা রেখে বাবার জন্য নয়মায়ের জন্য নয়ভাই-বোনের জন্য নয়জব্বার অস্থিয় হয়ে ওঠে অন্য এক নারীর জন্য। সেই নারীর নাম জুঁই। সে ছুটে যায় নারায়নগঞ্জ বন্দরে। কোথায় জেমস সাহেবকোথায় জুঁইবকুলবেলী। এ-এক অন্য নগর। এক অচেনা শহর। এ-পথও-পথএ-পাড়াও-পাড়া খুঁজে ব্যর্থবিদ্ধস্ত হয়ে ১৯৪৯ সালের মার্চ মাসে ক্লান্ত জব্বার ফিরে আসে মাতৃভূমিতেপাঁচুয়ায়স্বজনদের কাছে। 

 

১৯৯২ সালের মার্চ মাস। বিশ্বসাহিত্য কেন্দ্রের ইস্ফেন্দিয়ার জাহেদ হাসান মিলনায়তনে বক্তৃতা করছেন সাংবাদিকভাষাসৈনিক এবং স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের চরমপত্রপাঠক এমআরআখতার মুকুল। অনুষ্ঠানের আয়োজক শতাব্দী সাংস্কৃতিক সংসদ। সভাপতিত্ব করছেন চলচ্চিত্র প্রযোজক আব্বাস উল্লাহ শিকদার। তাঁর বক্তৃতার প্রায় পুরোটা জুড়েই চরমপত্র, ‘কী পোলারে বাঘে খাইলো?  শ্যাষ। আইজ থাইক্যা বঙ্গাল মুলুকে মছুয়াগো রাজত্ব শ্যাষ। ঠাস কইরা একটা আওয়াজ হইলো। কী হইলোকী হইলোঢাকা ক্যান্টনমেন্টে পিঁয়াজী সাবে চেয়ার থনে চিত্তর হইয়া পইড়া গেছিলো। আট হাজার আষ্ট শ চুরাশি দিন আগে ১৯৪৭ সালের ১৪ই আগস্ট তারিখে মুছলমান-মুছলমান ভাই-ভাই কইয়াকরাচি-লাহুর-পিন্ডির মছুয়া মহারাজরা বঙ্গাল মুলুকে যে রাজত্ব কায়েম করছিলোআইজ তার খতম তারাবি হইয়া গেলো।

বাঙ্গালি পোলাপান বিচ্ছুরা দুই শ পঁয়ষট্টি দিন ধইরা বঙ্গাল মুলুকের ক্যাদো আর প্যাঁকের মাইদ্দে ওয়ার্ল্ড-এর বেস্ট পাইটিং ফোর্সগো পাইয়াআরে বাড়িরে বাড়ি! ভোমা ভোমা সাইজের মছুয়াগুলা ঘঁত্ ঘঁত্ কইরা দম ফ্যালাইলো। ইরাবতীতে জনম যার ইছামতীতে মরণ। আতকা আমাগো চকবাজারের ছক্কু মিয়া ফাল পাইড়্যা উডলোভাইসাআমাগো চকবাজারের চৌরাস্তার মাইদ্দে পাত্থর দিয়া একটা সাইনবোর্ড বানামু। হেইডার মাইদ্দে কাউলারে দিয়া লেখাইয়া লমু,  ১৯৭১ সাল পর্যন্ত বঙ্গাল মুলুকে মছুয়া নামে এক কিছিমের মাল আছিলো। হেগো চোটপাট বাইড়া যাওনের গতিকে হাজারে হাজার বাঙ্গালি বিচ্চু হেগো চুটিয়ামানে কি না পিঁপড়ার মতো ডইল্যা শেষ করছিলো। এই কিছিমের গেনজামরেই কেতাবের মাইদ্দে লিইখ্যা থুইছে পিপীলিকার পাখা উঠে মরিবার তরে। টিক্কা-মালেক্যা গেলো তল,  পিঁয়াজী বলে কত জল?’ 

বক্তৃতা শেষ হলে মুকুল মঞ্চ থেকে নেমে আসেন। অনুষ্ঠানের অন্যতম আয়োজক এক শুকনা-পাতলা সুদর্শন তরুণ তার বড় বড় চুল দুলিয়ে মুকুলের সামনে গিয়ে দাঁড়ায়। মুকুল এক গাল হাসি দিয়ে তাঁর সাথে হ্যান্ডশেখ করেন। 

আপনার কন্ঠে চরমপত্র শুনলে ইচ্ছে হয় মুক্তিযুদ্ধে যাই।

এই ইন্সপিরেশনটাই তো ছিল মিয়া।

- আপনি তো ভাষাসৈনিকওভাষা আন্দোলনের কথা আপনার মুখ থেকে শুনতে চাই। 

- এইটা মার্চ মাস অহন মুক্তিযুদ্ধের কথা শোনোআবার ফেব্রুয়ারি আইলে ভাষা আন্দোলনের কথা শোনামু। সাগর পাবলিশার্সে আহোআড্ডা দিমুনে।

এক বিকেলে বেইলি রোডের সাগর পাবলিশার্সে গিয়ে হাজির হয় সেই তরুণ। তখন বিকেল। বেইলি রোডে নাট্যকর্মী ও নাট্যপ্রেমীদের মুখর পদচারণা। তরুণ একটি পত্রিকার সাংস্কৃতিক প্রতিবেদক হওয়ায় এই জগতের অনেকেই তাঁকে চেনেএদিক-সেদিক থেকে জহিরজহির ভাইওই মিয়াজাতীয় আহ্বান ভেসে আসছে। জহির এসব অর্থহীন ডাকাডাকিকে পেছনে ফেলে ঢুকে পড়ে সাগর পাবলিশার্সে।

আহো মিয়াআহো। 

কেমন আছেন মুকুল ভাই।

কোমরের ব্যাথাটা বাড়ছে। ইন্টারভিউ নিবা

নিবো?

নানাঅহন ইন্টারভিউ দিমু না। এমনিই আড্ডা দেই।

২১ ফেব্রুয়ারির ঘটনাটা বলেনআপনি তো ঘটনাস্থলেই ছিলেন।

ছিলাম মানে কীঘটনাটা তো আমরাই ঘটাইলাম। রাজনৈতিক নেতারা বলতে গেলে ভাষা আন্দোলন ব্যর্থই করে দিচ্ছিল। নবাবপুর রোডে আওয়ামী মুসলিম লীগের অফিসে  ২০ তারিখ রাতে আবুল হাশিমের সভাপতিত্বে সর্বদলীয় রষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের যে মিটিং হয়সেখানে সিদ্ধান্ত হয় ১৪৪ ধারা ভঙ্গ করা যাবে না। এই কাপুরুষোতিচ খবরটি আমরা পাই রাত দশটায়। আমি তখন ফজলুল হক হলে। আমরা গুটিকয় ছাত্র জেদ ধরলাম ১৪৪ ধারা ভাঙবোই। সর্বদলীয় কর্মপরিষদের সদস্য নয় এমন কিছু ছাত্রনেতাকে খবর দেয়া হল। রাত ১২ টায় ঢাকা হলের পুকুরের পূর্ব ধারের সিঁড়িতে জরুরী গোপন বৈঠকে বসলাম। এই বৈঠকে ১১জন ছাত্রনেতা উপস্থিত ছিল।

নামগুলো মনে আছে?

থাকবো না কেন। মুখগুলি এখনও চোখের সামনে স্পষ্ট দেখতে পাই। গাজীউল হকহাবিবুর রহমান শেলীমোহাম্মদ সুলতানজিল্লুর রহমানআবদুল মোমিনএস এ বারী এটিসৈয়দ কমরুদ্দিন শহুদআনোয়ারুল হক খানমঞ্জুর হোসেনআনোয়ার হোসেন আর আমি।

- মুক্তিযুদ্ধের সময় ঢাকা শহরে ১১ জনের একটি টিম অপারেশন চালায়। ভাষা আন্দোলনেও আপনারা ১১জন। ১১ সংখ্যাটি বেশ তাৎপর্যপূর্ণ।

ভালো অবজার্ভেশন তোমারএইটা তো ভাবি নাই।

তারপর?

সেই রাতেই ভাষা আন্দোলনের রূপরেখা ফাইন্যাল হয়ে যায়। আমরা সিদ্ধান্ত নিলাম সকালেপুরানো কলাভবনের সামনে,আমতলার সভায় গাজীউল হক সভাপতিত্ব করবে। যদি এর আগেই ও গ্রেফতার হয়ে যায় তাইলে আমি সভাপতিত্ব করবোযদি আমরা দুইজনই গ্রেফতার হই তাইলে সভাপতিত্ব করবে কমরুদ্দিন শহুদ। শুরুতেই বক্তৃতা করবে আওয়ামী মুসলিম লীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক শামসুল হক। এরপর বিশ্ববিদ্যালয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের আহ্বায়ক আবদুল মতিন। গাজীউল হক সভাপতির বক্তব্যে ১৪৪ ধারা ভাঙার সিদ্ধান্ত জানিয়ে সভা শেষ করবে।

হলোও কি তাই?

একদম।

পুলিশ কখন গুলি ছুঁড়লো?

কইতাছিখাড়াও।

তিনি উঠে দোকানের ক্যাশ কাউন্টারের কাছে যান। ওখানে এক ভদ্রলোক দাঁড়িয়ে আছেনতাঁর নাম হুমায়ূন ফরিদী। তিনি হুমায়ূন ফরিদীর সাথে কিছুক্ষণ কথা বলে তাঁকে পেছনেআড্ডায় যোগ দিতে বলেনফরিদীর তাড়া থাকায় তিনি চলে যান। মুকুল ফিরে আসেন। আলোচনা আবার শুরু হয়। এরই মধ্যে চা নিয়ে আসে দোকানের একজন তরুণ কর্মচারী।

 

এম এর আখতার মুকুলের পরনে হাফ হাতা শাদা শার্ট। তিনি চায়ের কাপ হাতে নিয়ে বসতে বসতে বলেন

সেই মুহূর্তের বর্ণনা দিতে গেলে তো তখনকার পরিবেশের কথাও বলতে হয়। বিকাল তিনটা দশ মিনিট। ছায়ায় ঢাকা রমনাপিচঢালা রাস্তার দুপাশে সারি সারি রক্তকরবী আর হিজলের সারি। এইরকম মনোরম পরিবেশে শুরু হল নারকীয় হত্যাকাণ্ড। মেডিকেল হোস্টেলের রাস্তার উল্টোদিকের দোকানটির পেছন থেকে একদল সশস্ত্র পুলিশ জেলা ম্যাজিস্ট্রেট কোরেশীর নির্দেশে যমদূতের মত দৌড়ে এসে ওয়ালী ফায়ার করলো। ঘটনাস্থলেই দুজন শহিদ হল আর আহত হল ৯৬ জন। আহতদের আর্তচিৎকারে দ্বিতীয় কারবালা হয়ে গেল জায়গাটি।

তখন কি শুধু দুইজন শহিদ হন?

রফিক সাথে সাথেই মারা যায়মেডিকেলে নেওয়ার পর বরকত। জব্বারও ওইদিনই শহিদ হয়। আহত সালাম পরে শহিদ হয়। 

এই চারজন কি আন্দোলনের সাথে ছিল?

আন্দোলনে যোগ দিতেই তো এসেছিলতবে এরা কেউ আন্দোলন পরিকল্পনায় বা আগের কোনো মিটিং-মিছিলে ছিল না। 

তিনি একটু থেমে খানিকটা ইতিহাস সচেতন হয়ে বলেনকোনো মিছিলে ওরা কেউ যোগ দিয়ে থাকলে থাকতেও পারে তবে আমার তা জানা নেই। ভাষা শহীদদের মধ্যে একমাত্র বরকতই ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র।  

২০ ফেব্রুয়ারী ১৯৫২। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। ২৪ নম্বর বেডে শুয়ে আছেন রহিমা খাতুনতাঁর বাঁ হাতে সেলাইনের সুঁই। তিনি ডান হাত তুলে জব্বারের মাথায় হাত বুলান। শ্বাশুরির আশির্বাদ নিতে মাথা নিচু করে এগিয়ে দেয় জব্বার। রহিমা খাতুন জব্বারের কপালে-গালে হাত বুলাতে বুলাতে বলেন,

-   আমি আর বাঁচুম না বাবা। তুমি যেই কষ্ট করছ আমারে নিয়ানিজের জান তামা কৈরা আমারে ডাহাত আনছআমি পাকপরওয়ারদেগারের কাছে তুমার নিগা দোয়া করিআল্লা যেন তুমারে সুখে রাখে। আমেনার বয়স কম বাবাতুমি হেরে নিজের হাতে গৈড়া নিবা। 

জব্বার মাথা তোলে। তার হাতে এখনো অনেক কাজ বাকি। মাত্র তো সিট পাওয়া গেল। ডাক্তার প্রেসক্রিপশনও দিয়েছেওষুধ কিনতে হবেশ্বাশুরির খাবারের ব্যবস্থা করতে হবে। শক্ত কিছু খেলেই বমি করে দেয়। কিছু নরম ফল জোগাড় করতে হবে। নিজের থাকার বন্দোবস্তও করতে হবে। ছাত্র ব্যারাকে গফরগাঁওয়ের হুরমত আলী আছেসে-ই ভরসা। তাঁর কাছে জায়গা না পেলে কোনো মসজিদে গিয়ে ঘুমাতে হবে।

হুরমত থাকে ২০ নম্বর ব্যারাকে। কপাল ভালো জব্বারের। হুরমতকে পাওয়া গেছে। এর আগে হুরমত জব্বারকে দেখেনি। এলাকার পরিচয় পেয়ে খুশিমনেই তাঁকে রাখতে রাজী হয়।

সারারাত ধরে মুসলিম লীগ সরকারের ১৪৪ ধারা আর ভাষা আন্দোলনের ধর্মঘটমিছিলএইসব নিয়ে আলোচনা হয় দুজনের মধ্যে। জব্বার পোড় খাওয়া মানুষ। দেশে দেশে ঘুরে বেরিয়েছেশ্রমিকদের অধিকারের জন্য রেঙ্গুনে অনেক মিটিং-মিছিলে অংশ নিয়েছে। হঠাৎ জব্বার আনমনা হয়ে গেলে হুরমত বলে,

থাইক ক্ষ্যামা দেই। আফনের মন খারাপ ঐছে। বেশি মন খারাপ করুইন্নাযে জব্বার বাইবাংলা ভাষার দাবী থামানি যাইতো না

আবুডার কতা স্মরণে আসছে। বুকটা কেমুন ছ্যাঁত কৈরা উডে। 

লন গুমাই। কাইল মিছিলো যাইবাইন?

দেহিআমার শাশুরির শৈলডা বেশি খারাপ। 

ঐছে কি?

অহনও ধরতো ফারে নাই। কিছু ফরীক্কা নিরীক্কা করন লাগবো।

 

জব্বার যখন হাসপাতালে ঢোকে তখন কয়েকশ ছাত্র জড়ো হয়ে চুপচাপ অবস্থান নিয়েছে মেডিকেলের গেটে। মানুষগুলোর চোখে মুখে স্বপ্ন। মায়ের ভাষা থাকবে নাকথা বলবো উর্দূতেনাতা হবে না। কি দৃঢ় প্রত্যয়। দরকার হলে জীবন দিতেও ওরা প্রস্তুত।

বেলা বাড়ার সাথে সাথে বক্তৃতাস্লোগান আর পুলিশের সাথে ধাওয়া-পাল্টা ধাওয়ায় এলাকা সরগরম। একটু পর পর জব্বার বাইরে এসে দেখে যায়। মনে পড়ে যায় রেঙ্গুনের কথা। একজন বাঙালি শ্রমিককে অন্যায়ভাবে ছাটাই করা হয়েছিল স্থানীয় বৌদ্ধদের ষড়যন্ত্রের কারণে। প্রতিবাদে সোচ্চার হয়ে উঠেছিল ওরা। উত্তেজনায় তেঁতে উঠেছিল সব বাঙালি শ্রমিক। এখানেও পরিস্থিতি তেঁতে উঠছে। জব্বার নিজেও উত্তেজনা অনুভব করে কে যেন ওর ভেতর থেকে বলে, যা জব্বার, মিছিলে যা। মায়ের ভাষাকে রক্ষা কর। ডাক্তার এসে জানায়, ‘আরো কিছু ওষুধ লাগবে। বাইরে গণ্ডগোল হচ্ছে। সন্ধ্যার দিকে গিয়ে ওষুধগুলো নিয়ে আসবেন।   

তখন তিনটা বাজে। জব্বার আর অপেক্ষা করতে পারছে না। প্রেসক্রিপশনটা পকেটে নিয়ে ছুটে বেরিয়ে আসে। বারান্দায় এপ্রণ পরা নার্সরা দাঁড়িয়ে থাকা পুরুষদের তিরস্কার করছে। ‘মিছিলে যান, মিছিলে যান, বেরিয়ে পড়ুন’। এরই মধ্যে মিছিল বের হচ্ছে। একের পর এক মিছিল। ১৪৪ ধারা ভাঙছে ছাত্রজনতা। হাজার হাজার মানুষ এসে জড়ো হয়েছে। জব্বার ছুটে এসে মিছিলের মধ্যে ঢুকে যায়। ওর হাতে প্লাকার্ড। রাষ্ট্রভাষা বাংলা চাই। পুলিশ কাঁদানে গ্যাস ছোঁড়েএকটি শেল এসে লাগে কালোপাতলাবড় বড় চোখএক ছাত্রনেতার গায়ে। তিনি অজ্ঞান হয়ে পড়ে যান। তাঁকে ধরাধরি করে নিয়ে যায় ক’জন ছাত্র। উপুর্যপরি টিয়ার শেল আর বন্দুকের গুলিতে ছত্রভঙ্গ হয়ে যায় মিছিল। সবাই মেডিকেল কলেজ হোস্টেলের ব্যারাকের দিকে ছুটছে। ছত্রভঙ্গ মিছিলের মাঝখানে এক যুবক, একা, মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। ওর হাতে প্লাকার্ড, রাষ্ট্রভাষা বাংলা চাই। সে কিছুতেই পিছু হটবে না। বাংলা ভাষার দাবী পিছু হটতে পারে না। বুলেট ছুটে আসছে, যুবক এগিয়ে যাচ্ছে। কন্ঠে তাঁর স্লোগান। ‘রাষ্ট্রভাষা রাষ্ট্রভাষা/ বাংলা চাই বাংলা চাই’। একটি নির্মম বুলেট ছুটে এসে ঢুকে যায় ওর বুকে। মাটিতে লুটিয়ে পড়ে জব্বার। ওর দুই হাতের মাঝখানে প্লাকার্ডের বাঁশের দণ্ড, তখনো উঁচুতে তুলে ধরে আছে রাষ্ট্রভাষার দাবী। 

এরপর মুসলিম লীগ সরকারের বন্দুকের নল থেকে আরো বুলেট আসেদলগতভাবে গুলি ছুঁড়ছে পুলিশ। যেন লক্ষ্যই ছাত্রদের বুক ঝাঁঝরা করে দেওয়াবাংলা ভাষার বুক ঝাঁঝরা করে দেওয়া। অগণিত ছাত্র জনতা গুলিবিদ্ধ হয় কয়েকজন ছাত্র ধরাধরি করে জব্বারকে নিয়ে যায় মেডিকেল কলেজের ইমার্জেন্সিতে। ডাক্তার তাঁকে মৃত ঘোষণা করে।

 

সবাই যখন প্রভাতফেরির মিছিলেনগ্ন পায়ে সারিবদ্ধভাবে এগিয়ে যাচ্ছে শহিদ মিনারের দিকেতখন এক অশীতিপর বৃদ্ধা আজিমপুর কবরস্থানে এক মুঠো শুভ্র জুঁই ফুল ছড়িয়ে দেয় ভাষা শহিদ জব্বারের কবরে।   

 

হলিসউডনিউ ইয়র্ক। ২২ মে ২০১৮। 

Comments

Popular posts from this blog

শিল্পী কাজী রকিবের সাক্ষাৎকার

নন-একাডেমিক শিল্পীরাই নতুন কিছু দেয় -    কাজী রকিব  [কাজী রকিব বাংলাদেশের একজন গুণী শিল্পী। রাজশাহী আর্ট কলেজের একজন প্রতিষ্ঠাতা-শিক্ষক। কলেজের প্রথম ক্লাসটি নেবার কৃতিত্বও তাঁর। নিরন্তর ছবি আঁকেন। নানান মাধ্যমে ,  নানান ভাবনার ছবি। বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে সস্ত্রীক বসবাস। তার স্ত্রী মাসুদা কাজীও একজন গুণী শিল্পী। বৈচিত্রপ্রিয় এই শিল্পীর একটি সাক্ষাৎকার গ্রহণ করেছেন কবি কাজী জহিরুল ইসলাম। ধারাবাহিকভাবে তা এখানে প্রকাশ করা হবে। আজ উপস্থাপন করা হলো প্রথম পর্ব।]   জহিরুলঃ  বেশিরভাগ শিল্পীই নিজের একটা স্টাইল তৈরি করেন ,  নিজস্বতা যাকে আমরা বলি। আবার কেউ কেউ একই ধরণের ছবি বারবার আঁকেন। আপনার কাজে বৈচিত্র খুব বেশি ,  এতে করে "টাইপড" অপবাদ থেকে আপনি মুক্ত কিন্তু নিজের একটি স্টাইল তৈরি করতে না পারা বা তৈরি হয়নি বলে কি আক্ষেপ হয় ,  নাকি এই যে ভার্সেটিলিটি এটাই আপনি বেশি উপভোগ করেন ?    রকিবঃ   আমি আসলে আলাদা করে ভাবিনি এই স্টাইল বিষয়ে। কারো মতো আঁকারও চেষ্টা করিনি তেমন ভাবে। অল্প বয়সে ,  আমার ১৯ / ২০ বছর বয়সে ,  সালভাদর দালির মতো আঁকতে চেষ্টা করেছিলাম কিছুদিন ।

আনোয়ার হোসেইন মঞ্জুর সাক্ষাৎকার || পর্ব ৭

মতিউর রহমান চৌধুরীকে  র‍্যামন ম্যাগসেসে পুরস্কারের জন্য নমিনেট করেছিলেন  আনোয়ার হোসেইন মঞ্জু       [লেখক, সাংবাদিক, অনুবাদক আনোয়ার হোসেইন মঞ্জুর সাক্ষাৎকারের সপ্তম  পর্ব আজ প্রকাশ করা হলো। সাক্ষাৎকার নিয়েছেন কবি কাজী জহিরুল ইসলাম।]          জহিরুলঃ  আপনার সাংবাদিকতা জীবনের প্রায় পুরোটাই ব্যয় করেছেন জাতীয় সংসদ কভার করে। এই সংসদে আমাদের সংবিধানের অনেকগুলো সংশোধনী পাশ হয়েছে। আমাদের নেতারা সব সময় বলেন, ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড় কিন্তু প্রকৃত চিত্র হচ্ছে দেশের চেয়ে দলের স্বার্থ বড় হয়ে ওঠে এবং দলের চেয়ে ব্যক্তির/পরিবারের স্বার্থই বেশি গুরুত্ব পায়। প্রধান প্রধান সংশোধনীগুলোর আলোকে যদি বিশ্লেষণ করেন কতোটা জাতীয় স্বার্থে আর কতটা ব্যক্তি বা পরিবারের স্বার্থে এইসব সংশোধনীগুলো করা হয়েছে।    মঞ্জুঃ   আপনি ঠিকই বলেছেন, এযাবত বাংলাদেশে ১১টি জাতীয় সংসদ গঠিত হয়েছে এবং এর মধ্যে দ্বিতীয় সংসদ থেকে নবম সংসদ পর্যন্ত মোট আটটি সংসদের অধিবেশন কভার করা সুযোগ হয়েছে আমার। আমার সংসদ কভারের সময়ে আমাদের সংবিধানের ১০টি সংশোধনী অনুমোদিত হয়েছে এবং সংশোধনী প্রক্রিয়া কাছে থেকে দেখার সুযোগ হয়েছে। এখন পর্যন্ত স

আনোয়ার হোসেইন মঞ্জুর সাক্ষাৎকার - তৃতীয় পর্ব

মঞ্জু আমার ওপর রাগ করেছে                                                           - আল মাহমুদ [লেখক, সাংবাদিক, অনুবাদক আনোয়ার হোসেইন মঞ্জুর সাক্ষাৎকারের  তৃতীয় পর্ব আজ প্রকাশ করা হলো। সাক্ষাৎকার নিয়েছেন কবি কাজী জহিরুল ইসলাম।]  সাক্ষাৎকার নেবার এক পর্যায়ে আনোয়ার হোসেইন মঞ্জু  ও কাজী জহিরুল ইসলাম। ওয়ান্টাগ পার্ক, নিউ ইয়র্ক।  ছবি তুলেছেন ড. মাহবুব হাসান।   জহিরুলঃ  খুশবন্ত সিং তার সকল বই অনুবাদ করার লিখিত অনুমতি দিলেন আপনাকে এবং সেই অনুমতিপত্রটি তিনি নিজ হাতে আপনার সামনেই বাংলায় লিখে দিলেন। তিনি কিভাবে বাংলা শিখলেন তা কি জানতে পেরেছিলেন ?  মঞ্জুঃ    জ্বি ,  ঘটনাটি  ঘটে  ১৯৯২ সালের ডিসেম্বর মাসে ,  এ সম্পর্কে আমি আগের এক প্রশ্নে বলেছি। তারিখটি আমার স্মরণে নেই। তবে বাবরি মসজিদ ধ্বংস করার পর ,  ডিসেম্বরের শেষ দিকে। না ,  বাংলায় নয় ,  উনি ইংরেজিতে লিখেছেন। আমার কফি পানের সময়ের মধ্যেই লিখে দিয়েছেন। ১৯৮৪ থেকে মাঝে দীর্ঘ বিরতি দিয়ে আমাকে তিনটি বা চারটি চিঠি লিখেছেন। লিখেছেন বলতে আমার চিঠির উত্তর দিয়েছেন। প্রতিটি চিঠি ইংরেজিতেই লিখেছেন। প্রতিটি চিঠিতে আমাকে সম্বোধন করেছেন  “ আনোয়ার ভাই ,”  বলে।